Last Updated: March 21, 2013 09:07

সিবিআইকে ডিএমকে নেতা স্ট্যালিনের বাড়িতে হানার কারণ দর্শাতে বলল কেন্দ্র। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, তল্লাসির কারণ জানিয়ে লিখিত বিবৃতি দেবে তারা। আপাতত ডিএমকে নেতার বাড়িতে তল্লাসি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সকাল সাতটা পনেরো নাগাদ করুণানিধির ছেলে স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল।
বেশ কয়েক কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে স্ট্যালিনের বিরুদ্ধে।
ডিএমকে নেতা টিআর বালু ও স্ট্যালিনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতেই সিবিআইকে ব্যবহার করছে কংগ্রেস। এরপরই সিবিআই হানার প্রসঙ্গে অসন্তোষের কথা জানিয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
First Published: Thursday, March 21, 2013, 11:13