নতুন লড়াই এ দুই তারকা - জিনেদিন জিদান, রোনাল্ডো

নতুন লড়াই এ দুই তারকা - জিনেদিন জিদান, রোনাল্ডো

দারিদ্রের বিরুদ্ধে লড়াই। খাদ্য সঙ্কটের বিরুদ্ধে সংগ্রাম।
অপুষ্টি দূর করার যুদ্ধ।
আর এই যুদ্ধে মাঠে নামছেন জিনেদিন জিদান, রোনাল্ডোরা।
হ্যামবুর্গে একটি ম্যাচে অংশ নেবেন এই কিংবদন্তী ফুটবলাররা।
ম্যাচটি হবে তেরোই ডিসেম্বর।
মূলত আফ্রিকার যে সব অঞ্চলে অধিকাংশ মানুষ বাস করেন দারিদ্রসীমার নীচে, তাঁদের জন্যই এই ম্যাচের আয়োজন।
ইউএনডিপি বা রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই ম্যাচের আয়োজন।
গত আটবছর ধরে এইরকম ম্যাচের আয়োজন করে আসছে রাষ্ট্রসঙ্ঘ।
জিদান বলেছেন, এই ম্যাচ নিছকই একটা ফুটবল ম্যাচ নয়, এটা হল পৃথিবীব্যাপী দারিদ্র আর অনুন্নয়নের বিরুদ্ধে লড়াই।

First Published: Tuesday, September 27, 2011, 19:59


comments powered by Disqus