হরিদ্বারে পদপিষ্ট হয়ে মৃত ২২, Stampede in Haridwar, 16 died

হরিদ্বারে পদপিষ্ট হয়ে মৃত ২২

হরিদ্বারে পদপিষ্ট হয়ে মৃত ২২হরিদ্বারে গায়ত্রী সংঘে অন্তত ২২ জন পদপিষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকালের এই ঘটনায় গুরুতর জখম ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ব গায়ত্রী পরিবারের প্রতিষ্ঠাতা গুরু পণ্ডিত শ্রীরাম শর্মার জন্মশতবার্ষিকী উপলক্ষে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল শান্তিকুঞ্জ আশ্রমের বাইরে। যজ্ঞ শুরুর মুখে বহু মানুষ আশ্রমের ভিতরে ঢুকতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। হরিদ্বারের পুলিস অধিকর্তার দাবি, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেনি। শান্তিকুঞ্জ যাওয়ার সরু গলির সঙ্কীর্ণ পরিসরে এক সঙ্গে অনেক মানুষ চলে আসার ফলে ভিড়ের চাপে এই ঘটনা ঘটেছে।
সোমবার থেকে গুরু পণ্ডিত শ্রীরাম শর্মার জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হয়েছে। চলবে ১১ নভেম্বর পর্যন্ত। আগামী পাঁচদিনে সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ উঠেছে।

First Published: Tuesday, November 8, 2011, 17:56


comments powered by Disqus