Last Updated: March 3, 2014 21:41
টেট নিয়ে এসএসসি-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভুল ছিল। আদালতে আজ একথা স্বীকার করে নিল রাজ্য । বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শারীরশিক্ষা, কর্মশিক্ষা বিষয়ে যাঁরা শিক্ষকতার আবেদন করবেন, তাঁদের টেট পরীক্ষায় বসা বাধ্যতামূলক। কিন্তু আদালতে ভুল স্বীকারের পর এবার সরাসরি ইন্টারভিউয়ে বসবেন শারীরশিক্ষা, কর্মশিক্ষার প্রার্থীরা। তাঁদের লিখিত পরীক্ষা দিতে হবে না।
টেট নিয়ে গোলমাল অব্যাহত। এনিয়ে হাই কোর্টে ফের ধাক্কা খেল রাজ্য। এবার কাঠগড়ায় স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োগের জন্য এসএসসি বিজ্ঞপ্তি জারি করে উনত্রিশে জানুয়ারি। তাতে বলা হয়, ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত শারীরশিক্ষা-কর্মশিক্ষা বিষয়ে শিক্ষকতার জন্য আবেদনকারীদের টেট দিতে হবে। এরপরই শুরু হয় বিতর্ক। এনসিটিই-র গাইডলাইন অনুযায়ী, যাদের শারীরশিক্ষা, কর্মশিক্ষায় ডিগ্রি আছে, তাদের টেট দেওয়া বাধ্যতামূলক নয়। এর ওপর ভিত্তি করে এসএসসি-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন কয়েকজন পরীক্ষার্থী। সোমবার ওই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়ের স্বীকারোক্তি, এসএসসি-র দেওয়া ওই বিজ্ঞপ্তিতে ভুল রয়েছে। ছাত্রীছাত্রীদের আবেদনই সঠিক।
শারীরশিক্ষা, কর্মশিক্ষায় শিক্ষকতার জন্য আবেদনকারীদের সরাসরি ইন্টারভিউতে বসার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
First Published: Monday, March 3, 2014, 21:41