Last Updated: December 17, 2012 19:48

ফের রাজ্য মানবাধিকার কমিশনের সুপারিশ অগ্রাহ্য করল রাজ্য সরকার। বর্ধমানের একটি ঘটনায় আইসি-র বিরুদ্ধে সাসপেনশন ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল রাজ্য মানবাধিকার কমিশন। কিন্তু রাজ্য সরকার লিখিতভাবে জানিয়ে দেয়, সাসপেনশনের প্রস্তাব মানা সম্ভব নয়। এই নিয়ে নয়া সরকারের আমলে কমিশনের তিনটি প্রস্তাব ফেরান হল।
এর আগে সংগ্রামপুর বিষমদ কাণ্ডে আবগারি দফতরের কমিশনারকে সরানোর প্রস্তাব করেছিল কমিশন। ডেন্টাল হাসপাতালে চিকিত্সা বিভ্রাটের কারণে আর্থিক জরিমানার প্রস্তাব ছিল কমিশনের তরফে। দুটি ক্ষেত্রেই তা মানা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। কমিশন এবং সরকারের বিরোধ বেশকিছু দিন ধরেই ক্রমশ বেড়ে চলেছে। এমনকী কমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও জাননি মুখ্যমন্ত্রী।
First Published: Monday, December 17, 2012, 20:11