Last Updated: January 2, 2013 19:41

দিল্লি গণধর্ষণকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে একজোট গোটা দেশ। প্রতিবাদের ভাষা এক, দাবি এক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সমাজের সব মহল থেকে। দিল্লির ঘটনাকে ধিক্কার জানাতে আজ কলকাতায় পথে নেমেছিলেন সঙ্গীতশিল্পীদের একাংশ। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
দিল্লি গণধর্ষণকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে এবার পথে এরাজ্যের শিল্পীরাও। প্রতিবাদ নারী নির্যাতনের। দিল্লিকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব বিক্ষোভকারীরা। উঠে আসে পার্কস্ট্রিট প্রসঙ্গও। উঠে এসেছে একরাশ ক্ষোভ...। ক্ষোভ প্রশাসনের ভূমিকায়। নানা সময়ে শাসক দলের একাধিক নেতানেত্রীর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধেও। শুধু পথে নেমে একদিনের প্রতিবাদ নয়, লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিন প্রতিবাদে সামিল হয়েছিলেন কলকাতা সিনে মিউজিশিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যরাও।
First Published: Wednesday, January 2, 2013, 19:41