রাজ্য অন্তর্বর্তী বাজেট: কেন্দ্রের উপর বঞ্চনার অভিযোগ এনে প্রত্যক্ষ পরিবর্তন বদলে পরোক্ষ পরিবর্তনের

রাজ্য অন্তর্বর্তী বাজেট: কেন্দ্রের উপর বঞ্চনার অভিযোগ এনে প্রত্যক্ষ পরিবর্তন বদলে পরোক্ষ পরিবর্তনের পথে হাঁটলেন অমিত মিত্র

রাজ্য অন্তর্বর্তী বাজেট: কেন্দ্রের উপর বঞ্চনার অভিযোগ এনে প্রত্যক্ষ পরিবর্তন বদলে পরোক্ষ পরিবর্তনের পথে হাঁটলেন অমিত মিত্রপ্রথা অনুযায়ী অন্তর্বর্তী বাজেটে প্রত্যক্ষ করে কোনও পরিবর্তন করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে, পরোক্ষ পরিবর্তন করেছেন তিনি। গাড়ি শিল্পে উৎপাদন শুল্ক কমানো হয়েছে।

যার ফলে কমছে দু-চাকা, চার-চাকার দাম। উৎপাদন শুল্ক হ্রাসে কমছে বিভিন্ন ভোগ্যপণ্য ও মূলধনী দ্রব্যের দামও। ঘাড়ের ওপর কোনও নির্বাচনী পরীক্ষার ভূত ছিল না। তা সত্বেও বাজেট প্রস্তাবে কর আরোপ বা কর বাড়ানোর রাস্তায় হাঁটলেন না অর্থমন্ত্রী। বরং কৃষি, শিল্প, পরিকাঠামো, পর্যটন মিলিয়ে উন্নয়নের প্রতিটি খাতেই বাড়ালেন বরাদ্দ।

বিশেষ জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে।

রাজ্য বাজেটের মোট আয়তন ১ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, বাজেট ঘাটতি মাত্র ৯ কোটি টাকা। কিন্তু প্রশ্ন, অর্থের যোগান আসবে কোথা থেকে?

রাজ্যের নিজস্ব কর বাবদ ৪৫ হাজার ৪১৩ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রেখেছেন অর্থমন্ত্রী।

চলতি আর্থিক বছরে রাজস্ব আদায় হয়েছে ৩৯ হাজার ১০০ কোটি টাকা।

বাড়তি কোনও করের বোঝা রাজ্যবাসীর ওপর চাপাননি অর্থমন্ত্রী। বরং বৃত্তিকরে ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। ছাড় দেওয়া হয়েছে সম্পত্তি রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ডিউটিতেও।


First Published: Monday, February 17, 2014, 20:12


comments powered by Disqus