Last Updated: April 28, 2012 14:10

শনিবার থেকে থেকে আলিমুদ্দিনে শুরু হয়েছে সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক। তিনদিন ধরে বৈঠক চলবে। কেরলের কোঝিকোড়ে পার্টি কংগ্রেসের পর এই প্রথম সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক বসছে। পলিটব্যুরোর সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম রাজ্য কমিটিতে যোগ দিয়েছেন সূর্যকান্ত মিশ্র। বৈঠকে দলের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গুরুত্ব পাবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষাক্ষেত্রে লাগাতার আক্রমণের প্রসঙ্গ। সদ্য সমাপ্ত পার্টি কংগ্রেসে গৃহীত সিদ্ধান্তগুলি দলীয় কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
First Published: Saturday, April 28, 2012, 14:10