Last Updated: February 7, 2012 09:15

সংগ্রামপুর বিষমদ কাণ্ডে নিহতদের পরিবার পিছু ক্ষতিপূরণের সরকারি সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জে এন প্যাটেল ও বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বিষমদ কাণ্ড নিয়ে তাদের নীতি স্পষ্ট করতে বলে, রাজ্য সরকারকে ৪ সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। রিপোর্ট তলব করা হয়েছে আবগারি দফতর এবং সিআইডির কাছ থেকেও।
সংগ্রামপুর বিষমদ কাণ্ডে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন দুই আইনজীবী। সোমবার ছিল মামলার শুনানি।
দুপক্ষের কথা শোনার পর ক্ষতিপূরণ দেওয়ার উপর ৮ সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিষমদ কাণ্ডে সরকারের নীতি কী তা জানতে চেয়ে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা তলব করা হয়েছে। আবগারি দফতরের কাছে জানতে চাওয়া হয়েছে, বিষমদ কাণ্ডে তাদের কোনও গাফিলতি ছিল কি না। বিষমদকাণ্ডের তদন্তকারী সংস্থা সিআইডির কাছেও তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব করেছে উচ্চ আদালত।
First Published: Tuesday, February 7, 2012, 09:15