Last Updated: June 24, 2013 12:35

ধনেখালিকাণ্ডে হাইকোর্টের পর সুপ্রিমকোর্টেও ধাক্কা খেল রাজ্য সরকার। পুলিস হেফাজতে তৃণমূলকর্মী কাজী নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল সুপ্রিমকোর্ট। ধনেখালি কাণ্ডে রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
পুলিস হেফাজতে তৃণমূলকর্মী কাজী নাসিরুদ্দিনের মৃত্যুতে নাম জড়িয়ে যায় দলীয় বিধায়ক অসীমা পাত্রর। মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আজ রাজ্যের সেই আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
First Published: Monday, June 24, 2013, 12:35