পাপ্পুকে অবিলম্বে রিলিজ অর্ডার দিতে প্রেসিডেন্সিকে নির্দেশ রাজ্যের

পাপ্পুকে অবিলম্বে রিলিজ অর্ডার দিতে প্রেসিডেন্সিকে নির্দেশ রাজ্যের

পাপ্পুকে অবিলম্বে রিলিজ অর্ডার দিতে প্রেসিডেন্সিকে নির্দেশ রাজ্যের নিরাপত্তারক্ষী পাপ্পু সিংকে অবিলম্বে রিলিজ অর্ডার দিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিল রাজ্য সরকার। এই মাসের শুরুতে পাপ্পু সিংকে ঝাড়গ্রাম রাজ কলেজে বদলি করা হয়। সরকারের তরফে একে রুটিন বদলি বলা হলেও,এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ ওঠে। বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীদের একাংশ। চাপের মুখে পাপ্পু সিংকে রিলিজ অর্ডার দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রাজ্য সরকারের কাছে বদলির সিদ্ধান্ত রদের অনুরোধও করা হয়। সেই অনুরোধ খারিজ করে দিয়েছে রাজ্য। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনা থেকেই শাসকদলের অপছন্দের তালিকায় পাপ্পু সিং। হামলার ভিডিও ও স্টিল ফুটেজে টিএমসিপি নেতাদের ছবি দেখা গেলেও, তৃণমূলের তরফে বারবার তা অস্বীকার করা হয়। বরং পাপ্পু সিংয়ের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ তোলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

First Published: Friday, September 20, 2013, 15:18


comments powered by Disqus