Last Updated: March 28, 2012 18:23

হুঁশিয়ারি ছিলই। এবার তা বাস্তবে পরিণত হওয়া শুরু হল। ২৮ ফেব্রুয়ারির ধর্মঘটে গরহাজির ছিলেন যেসব সরকারি কর্মচারী, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করল রাজ্য সরকার। বুধবার রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় ৯ জনের বিরুদ্ধে শাস্তির কথা বলা হয়েছে।
এই ৯ জনই চুঁচুড়ার রাইস রিসার্চ সেন্টারে কর্মরত। এই দফতরটি রাজ্য সরকারের কৃষি দফতরের অধীনে। পূর্ব ঘোষণা মতো, এই ৯ জনের একদিনের বেতন কেটে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি কর্মজীবন থেকেও একটি দিন কমে যাচ্ছে তাঁদের।
গত ২৮ ফেব্রুয়ারি ১১টি শ্রমিক সংগঠনের ডাকে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সব সরকারি কর্মচারীদের ওইদিন দফতরে হাজির থাকার জন্য নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। এরপরও যারা ধর্মঘটের দিন অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে শাস্তির কথা ঘোষণা করল রাজ্য সরকার। কর্মচারীদের এই শাস্তির প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আন্দোলনে নামছে কর্মচারী সংগঠন নবপর্যায়।
First Published: Wednesday, March 28, 2012, 18:23