Last Updated: February 11, 2014 22:58
আগামিকাল রেল বাজেট পেশ। দশটি সম্ভাব্য এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে রাজ্য। সাধারণত অন্তর্বর্তী বাজেটে নতুন ট্রেন পাওয়ার সম্ভাবনা থাকে না। প্রথা ভেঙে অধীর চৌধুরীর উদ্যোগে দূরপাল্লার দশটি ট্রেন পাওয়া রাজ্যের কাছে বড় প্রাপ্তি। নতুন ট্রেন ছাড়াও রাজ্যের প্রকল্পের জন্য বিপুল অর্থ বরাদ্দ থাকছে আগামিকালের বাজেটে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পেও বিশেষ জোর দেওয়া হবে বাজেটে।
এক বছরেরও বেশি সময় ধরে রেল প্রতিমন্ত্রীর দায়িত্বে অধীর চৌধুরী। পরিস্থিতির আমূল বদল হয়েছে একেবারেই নয়। বরং রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ বার বার উঠে এসেছে অধীর চৌধুরীর বক্তব্যে।
বুধবার রেল বাজেট। লোকসভা ভোটের দুমাস আগের অন্তর্বর্তী বাজেটে অসংখ্য ঘোষণার কার্যত কোনও সুযোগ নেই। তবুও রেলমন্ত্রক সূত্রে খবর পশ্চিমবঙ্গের জন্য কিছু নির্দিষ্ট ঘোষণা থাকার সম্ভাবনা এবারের রেল বাজেটে।
সম্ভাব্য এক
আরও নতুন ট্রেনের ঘোষণা।
সম্ভাব্য দুই
শিয়ালদা স্টেশনে নতুন করে ছটি প্ল্যাটফর্মের প্রস্তাব।
সম্ভাব্য তিন
অধিকাংশ স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট কাউন্টার।
সম্ভাব্য চার
প্রতিটি লোকাল ট্রেন বারো বগির।
সম্ভাব্য পাঁচ।
ছটি রেলের উড়ালপুল।
সম্ভাব্য ছয়
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ।
কলকাতা থেকে যোধপুর, ব্যাঙ্গালোর, পুনে-মুম্বই রুটে নতুন ট্রেন চালু হতে পারে। জলপাইগুড়ি-রাঁচি এবং মালদা-দিল্লি আনন্দবিহার ভায়া ভাগলপুর নতুন সুপারফাস্ট ট্রেন পেতে পারে এ রাজ্য।
যাত্রী পরিষেবার ক্ষেত্রেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকবে রেল বাজেটে। যাত্রী সুরক্ষা নিয়েও কিছু পরিকল্পনার কথা শোনা যাবে রেলমন্ত্রীর গলায়।
First Published: Tuesday, February 11, 2014, 22:58