Last Updated: October 10, 2012 10:16

প্রাক্তন মোহনবাগান কোচ স্টিভ ডার্বি এবার ভারতীয় সিনেমায়। পরিচালক করণ জোহরের নতুন সিনেমা স্টুডেন্ট অফ দ্য ইয়ারের অভিনেতাদের ফুটবল স্কিল শিখিয়েছেন ডার্বি। ডার্বি জানাচ্ছেন,সিনেমার মধ্যে ফুটবলের দৃশ্যগুলো স্বাভাবিকভাবে তুলে ধরার জন্য প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করছেন। ডার্বি নিয়মিতভাবে বলিউডের সিনেমা দেখেন। তাই তাঁর কাছে ফুটবল স্কিল শেখানোর অফার আসতেই রাজি হয়ে যান ডার্বি।
গত মরসুমে ফেডারেশন কাপের ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছিলেন ডার্বি। বছর কেটে গেলেও মোহনবাগান কর্তাদের এখনও ভোলেননি তিনি। সিনেমার শুটিংয়ের ব্যস্ততার মাঝেই ডার্বি জানিয়েছেন মোহনবাগান ক্লাবে পর্দার পেছনে যা যা হয়,তা নিয়ে একটা ভাল সিনেমা তৈরি হয়ে যেতে পারে।
First Published: Wednesday, October 10, 2012, 10:16