শিয়ালদহ স্টেশনে খোঁজ মিলল দুই ছাত্রের

শিয়ালদহ স্টেশনে খোঁজ মিলল দুই ছাত্রের

শিয়ালদহ স্টেশনে খোঁজ মিলল দুই ছাত্রেরনিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর শিয়ালদা স্টেশনে খোঁজ মিলল পঞ্চম শ্রেণির দুই ছাত্রের। আজ সকাল ১১টা নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় বেহালার একটি বেসরকারি স্কুলের ছাত্র দেবব্রত কুমার ও তন্ময় হালদার। প্রতিদিনের মতো আজও ছুটির পর পুলকার চালক স্কুল থেকে দু`জনকে নিয়ে গিয়েছিলেন গাড়ির কাছে। কিন্তু পুলকারে বাকি ছাত্ররা উঠলেও, হঠাত্‍ই উধাও হয়ে যায় দেবব্রত ও তন্ময়। এরপর শিয়ালদা স্টেশনে সন্ধান মেলে দু`জনের।

বেহালা থানায় অভিযোগ দায়ের করে ছাত্রদের পরিবার। শুরু হয় দুই ছাত্রের খোঁজে তল্লাশি। শহরের বাসস্ট্যান্ড, স্টেশনগুলিতে তল্লাশি চলে। অবশেষে শিয়ালদা স্টেশন থেকে সন্ধান মেলে দেবব্রত আর তন্ময়ের। জানা যায় দার্জিলিং যাওয়ার জন্য গঙ্গাসাগর এক্সপ্রেসে উঠছিল দুই ছাত্র।
 
কিছুদিন আগেই পরিবারের সঙ্গে দার্জিলিং বেড়াতে গিয়েছিল দেবব্রত ও তন্ময়। জানা গেছে বেশকিছুদিন ধরেই মনমরা ছিল দুজনে। বারবার দার্জিলিং যাওয়ার কথা বলছিল। এরপর মঙ্গলবার স্কুল ছুটির পর দুজনে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করে ফেলে। সেই মত স্কুলের ব্যাগে দুটো জামা নিয়ে যায় দেবব্রত। দুজনের কাছ থেকে নগদ দেড়শো টাকা, দুটি ডেবিট কার্ড ও একটি এটিএম কার্ড পাওয়া গেছে।

First Published: Tuesday, July 23, 2013, 20:13


comments powered by Disqus