আকাশের মুখভার,তবে দুপুরের পর থেকে উন্নতি হবে আবহাওয়ার

আকাশের মুখভার,তবে দুপুরের পর থেকে উন্নতি হবে আবহাওয়ার

আকাশের মুখভার,তবে দুপুরের পর থেকে উন্নতি হবে আবহাওয়ারআজ সকাল থেকে সার্বিকভাবে আবহাওয়ার উন্নতি হয়েছে। তবে আকাশ এখনও পুরো পরিষ্কার হয়নি,এখনও মুখভার রয়েই গিয়েছে আকাশের। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টানা বৃষ্টির পর আজ সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন আবহবিদেরা। 

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। গতকাল রাত থেকে কলকাতার বিভিন্ন জায়গা থেকে জমা জল নামতে শুরু করেছে। তবে বেহালার ১০৯, ১২৮ ও ১২৯ নম্বর ওয়ার্ডসহ শহরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে জল জমে আছে বলে খবর।    

First Published: Sunday, October 27, 2013, 10:08


comments powered by Disqus