Last Updated: October 11, 2012 10:59

ভারতে অনুপ্রবেশের পথ সুগম হলেও খোদ মার্কিন দেশে বিপদে ওয়ালমার্ট। আগামী ২৩ নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মঘটের ডাক দিলেন ওয়ালমার্টের কর্মীরা। কম বেতন ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদেই এই ধর্মঘট বলে জানিয়েছেন কর্মীরা।
ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস, সান ডিয়েগো, চিকাগো, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, আরাকানাস সহ বিভিন্ন শহরে ধর্মঘটের সমর্থনে মিছিলও বার করেন ওয়ালমার্টের বিক্ষুব্ধ কর্মীরা। তেইশে নভেম্বরে ধর্মঘট ডাকার বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক ফ্রাইডে হিসাবে পরিচিত। ওয়ালমার্টের কাছে দিনটি অত্যন্ত ব্যস্ততম দিন। এজন্যই দিনটিকে ধর্মঘটের জন্য বেছে নিয়েছে সংস্থার বিক্ষুব্ধ কর্মীরা। যদিও এই ধর্মঘটকে অযৌক্তিক বলে দাবি করেছে ওয়ালমার্ট।
First Published: Thursday, October 11, 2012, 10:59