Last Updated: December 29, 2011 11:03

আজ ঝাড়গ্রাম মহকুমায় চব্বিশ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বন্দি মুক্তি কমিটি। বনধে মিশ্র সাড়া পড়েছে। সকালে বাজার বসলেও দোকানপাট বন্ধ। তবে যানবাহন অপেক্ষাকৃত কম চলছে। বন্দি মুক্তি কমিটির নেতা বিমল মাহাতোর গ্রেফতারের প্রতিবাদেই এই বনধের ডাক দিয়েছে বন্দি মুক্তি কমিটি।
First Published: Thursday, December 29, 2011, 11:16