Last Updated: October 8, 2013 11:42

কাটোয়ায় সিপিআইএম নেতা কার্তিক মণ্ডল খুনের প্রতিবাদে আজ সিপিআইএমের ডাকে ১২ ঘণ্টা বনধ চলছে দাঁইহাট ও কাটোয়া দু নম্বর ব্লকে। গতকাল বাড়ির কাছে দুষ্কৃতীদের হাতে খুন হন সিপিআইএমের কাটোয়া জোনাল কমিটির সদস্য কার্তিক মণ্ডল। ঘটনার প্রতিবাদে রবিবার রাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কাটোয়ার দেয়াসিন গ্রাম।
সোমবারই ময়নাতদন্ত করা হয় কার্তিক মণ্ডলের। এরপর মৃতদেহ নিয়ে শোক মিছিল বের করে সিপিআইএম। কাটোয়া শহর ঘুরে দেহ নিয়ে যাওয়া হয় জোনাল অফিসে। সেখানে দলের পক্ষ থেকে শেষশ্রদ্ধা জানানো হয় নিহত নেতাকে। গ্রামবাসীদের অভিযোগ, সঠিক সময়ে পুলিস ব্যবস্থা নিলে আগেই ধরা পড়ত অপরাধীরা।
First Published: Tuesday, October 8, 2013, 11:42