স্টেশনে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার ৩

স্টেশনে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার ৩

স্টেশনে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার ৩কাঁকিনাড়া শ্লীলতাহানি কাণ্ডে আরও ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিস। এই নিয়ে ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হল। এছাড়া সাসপেন্ড করা হয়েছে ২ জন জিআরপি-কেও। শুক্রবার ভাটপাড়া থেকে গোরানাথ নাগ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, বুধবার রাতে দাদার সঙ্গে টিউশন পড়ে ফেরার পথে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে ৩ দুষ্কৃতী। ছাত্রীটি জানান, দুষ্কৃতীরা তাঁকে রিভলবার দেখিয়ে ভয় দেখায়। এবং বাধা দিতে গেলে দাদাকে মারধর করা হয়। এরপরই জিআরপি-র কাছে অভিযোগ জানাতে যান তাঁরা। কিন্তু জিআরপি অফিসে একটিও পুলিসকর্মী ছিল না। ফলে দুষ্কৃতীরা স্টেশন চত্বরে থাকলেও তাদের ধরা যায়নি বলেও অভিযোগ ছাত্রীর।

শেষপর্যন্ত স্টেশনের কয়েকজন যাত্রী তাঁদের নিয়ে গিয়ে নৈহাটি স্টেশনে জিআরপি-তে অভিযোগ দায়ের করান।








First Published: Saturday, February 18, 2012, 15:41


comments powered by Disqus