Last Updated: January 23, 2013 08:23

টিভি সিরিয়ালে আত্মহত্যার দৃশ্য অনুকরণ করতে গিয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এই ঘটনাটি ঘটেছে। মৃত মিলন পাল কল্যানগড় বিদ্যামন্দিরের ছাত্র। বাবা পেশায় মিল শ্রমিক। মা বিড়ি বাঁধার কাজ করেন। গতকাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থাকায় অর্ধেক ক্লাসের পর ছুটি হয়ে যায়।
বাড়ি ফিরে মিলন তার ছোট ভাইকে সিরিয়ালের দেখা দৃশ্য অনুকরণ করার জন্য সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। সেইসময় প্রতিবেশীরা ঘটনাটি লক্ষ্য করে ছুটে এসে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিত্সকরা মিলন পালকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
First Published: Wednesday, January 23, 2013, 08:23