স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর

স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রীর

স্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রীরস্কুল বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ডায়সেশন স্কুলের কেজি ক্লাসের এক ছাত্রীর। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনা হয় পার্কসার্কাসের নাসিরুদ্দিন রোডে। মৃত ছাত্রীর নাম কাশিরা বেগম। আজ বাড়ি ফেরার সময় বাস থেকে প্রথমে নামেন ওই ছাত্রীর মা। তার পরে বাস থেকে নামতে যায় ছোট্ট কাশিরা। কিন্তু হঠাত্‍ই বাস চলতে শুরু করায়, চাকায় পিষ্ট হয় ওই ছাত্রী।

দুর্ঘটনার পরেই চালক বাস নিয়ে  চম্পট দেয় । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কাশিরাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। কাশিরা ইউসুফের বাবা কর্মসূত্রে সৌদি আরবে থাকেন।





First Published: Tuesday, September 10, 2013, 17:03


comments powered by Disqus