অভিশপ্ত শৈশব, স্কুলে র‍্যাগিংয়ের শিকার ছাত্রীর মৃত্যু হল আতঙ্কে

অভিশপ্ত শৈশব, স্কুলে র‌্যাগিংয়ের শিকার ছাত্রীর মৃত্যু হল আতঙ্কে

Tag:  ragging school dumdum
অভিশপ্ত শৈশব, স্কুলে র‌্যাগিংয়ের শিকার ছাত্রীর মৃত্যু হল আতঙ্কের‌্যাগিং-এর শিকার হয়ে আতঙ্কে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হল। দমদম ক্যান্টনমেন্টের ক্রাইস্ট স্কুলের ওই ছাত্রীর আজ হাসপাতালে মৃত্যু হয়। অভিযোগ, কয়েকদিন আগে উঁচু ক্লাসের কয়েকজন ছাত্রী ওই ছাত্রীর কাছে ১০০ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে শৌচালয়ে আটকে রাখা হয়।

দীর্ঘ সময় চেঁচামেচি করলেও কেউ তার সাহায্যে কেউ এগিয়ে আসেনি। পরে সাফাইকর্মী শৌচালয় থেকে তাকে উদ্ধার করেন। স্কুল থেকে বাড়ি ফিরলেও আতঙ্কে কাঁটা হয়ে থাকে খুদে ওই ছাত্রী। জোর করে তাঁকে স্কুলে পাঠানোয় সে অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ হাসপাতালেই তার মৃত্যু হয়।





First Published: Wednesday, September 11, 2013, 20:26


comments powered by Disqus