ছাত্র সংসদ নির্বাচনে বেগ, আদালতের দারস্থ কলকাতা বিশ্ববিদ্যলয়

ছাত্র সংসদ নির্বাচনে বেগ, আদালতের দ্বারস্থ কলকাতা বিশ্ববিদ্যলয়

ছাত্র সংসদ নির্বাচনে বেগ, আদালতের দ্বারস্থ কলকাতা বিশ্ববিদ্যলয়ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হল কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্বাচন কমিশনকেই ছাত্র সংসদ নির্বাচনে তদারকির দায়িত্ব নিতে হবে। হাইকোর্টে এমনই আর্জি জানাল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কলকাতা হাইকোর্ট এর আগেই নির্বাচন কমিশনকে ছাত্র সংসদ নির্বাচনে তদারকির নির্দেশ দেয়। আর তার পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। কিন্তু নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নজরদারি ও তদারকি ছাড়া এই মুহুর্তে বিভিন্ন কলেজে নির্বাচন করানো সম্ভব নয় বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সে জন্য এই ইস্যুতে আবারও হাইকোর্টের কাছে আবেদন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।    







First Published: Thursday, October 11, 2012, 22:56


comments powered by Disqus