ছাত্রীকে অপহরণের চেষ্টা সোদপুরে

ছাত্রীকে অপহরণের চেষ্টা সোদপুরে

ছাত্রীকে অপহরণের চেষ্টা সোদপুরেপঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ আনলেন তাঁর পরিবার। ঘটনাটি ঘটেছে সোদপুরে পানিহাটি অঞ্চলে।

অভিযোগ স্কুল ছুটির পর পুলকারের জন্য স্কুলের বাইরে অপেক্ষা করছিল ছাত্রীটি। সেইসময় দুষ্কৃতীরা জোর করে ছাত্রীটিকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। ছাত্রীর পরিবারের দাবি সোদপুর ধানকলের কাছে দুষ্কৃতীরা গাড়ি দাঁড় করালে সেখান থেকে পালিয়ে আসে ছাত্রীটি। তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে খড়দা থানায় অপহরণের চেষ্টার অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার।

First Published: Saturday, October 6, 2012, 11:22


comments powered by Disqus