Last Updated: November 9, 2012 20:41

বসিরহাটে চাঁপাপুকুর গ্রামে ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল। ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। ছাত্রীর দেহ উদ্ধারের পর অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ মোট ৫ জনকে। ধৃতদের আজ বসিরহাট আদালতে তোলা হয়।
বসিরহাটের চাঁপাপুকুর গ্রামের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী কোনও খোঁজ মিলছিল না গত বুধবার সকাল থেকে। অনেক খোঁজাখুঁজির পর ওই গ্রামেরই বাসিন্দা আজগর আলি মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বাসিন্দারা। এই ব্যক্তির বিরুদ্ধে নারী পাচার এবং অপরাধমূলক কাজকর্মের যুক্ত থাকার অভিযোগ রয়েছে। অসংলগ্ন কথাবার্তা বলতে থাকায় তাঁর বিরুদ্ধে পুলিসে অপহরণের অভিযোগ করে ছাত্রীর পরিবার। বৃহস্পতিবার রাতে আজগর আলি মণ্ডলকে গ্রেফতার করে পুলিস। শুক্রবার সকালে নয়ানজুলিতে ছাত্রীর দেহ উদ্ধার হয়।
ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা আজগর আলি মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেয় তার গাড়িতেও। পরে দেহ উদ্ধার করতে গেলে, দেহ ঘিরে বিক্ষোভ বসিরহাটের এসডিপিও ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা। ঘটনার আজগর আলি মণ্ডলের স্ত্রী, এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিস।
First Published: Friday, November 9, 2012, 20:41