ছয় ছাত্রী নিখোঁজের ঘটনায় রণক্ষেত্রের চেহারা জগদ্দলে

ছয় ছাত্রী নিখোঁজের ঘটনায় রণক্ষেত্রের চেহারা জগদ্দলে

ছয় ছাত্রী নিখোঁজের ঘটনায় রণক্ষেত্রের চেহারা জগদ্দলেছয় ছাত্রী নিখোঁজের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল জগদ্দল। পুলিসের দুটি জিপে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। আজ সকালে, ছাত্রী নিঁখোজের ঘটনার পুলিসি গাফিলতির অভিযোগে স্থানীয় ঘোষপাড়া রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গিয়ে উত্তেজিত জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে পুলিস।

পরে বিশাল পুলিস বাহিনী এসে অবস্থা আয়ত্তে আনে। গতকাল স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে আর বাড়ি ফেরেনি জগদ্দলের ললিতা দেবি গার্লস স্কুলে ছয় ছাত্রী। ছয় জনই জগদ্দল সার্কাস ময়দান এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ ক্লাস নাইনের এক ছাত্রীর মদতে বাকি পাঁচ ছাত্রীকে অপহরণ করা হয়েছে। যদিও অভিযুক্ত ছাত্রীও নিরুদ্দেশ। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রীর বাবা ও দাদাকে গ্রেফতার করেছে পুলিস।  





First Published: Wednesday, October 9, 2013, 13:51


comments powered by Disqus