Last Updated: February 28, 2014 22:00
ছ-দিন ধরে নিখোঁজ এক ছাত্রের দেহ উদ্ধার হল তার নিজের বাড়ি থেকেই। রহস্যজনক এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটির গৌরীপুর চৌমাথা এলাকায়। তেইশে ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর ছাত্র ঋষভ জয়সওয়াল। থানায় নিখোঁজ ডায়েরিও করে তাঁর পরিবার। তাঁদের দাবি, কাল রাতেও দু লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল। আজ সকালে বাড়ির ভিতরে সিঁড়ির নীচে স্টোররুম থেকেই ওই ছাত্রের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে।
মৃতের শরীরে ধারাল অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ণ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শেষবার ঋষভকে দেখা গিয়েছিল তেইশে ফেব্রুয়ারি রাতে। বাড়ির সামনে একটি খাবারের দোকানে। সঙ্গে ছিলেন চল্লিশোর্ধ এক মহিলা। এরপর থেকে নিখোঁজ হয়ে যায় ঋষভ। মহিলাকেও আর এলাকায় দেখা যায়নি। বাসিন্দাদের সঙ্গে কথা বলে মহিলার স্কেচ তৈরি করে খোঁজ চালাচ্ছে পুলিস। কিন্তু এতদিন পর কী করে নিজের বাড়িতেই ওই ছাত্রের দেহ পাওয়া গেল, তা নিয়ে রহস্য দানা বেধেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে পুলিস কুকুর এনে তদন্ত করছে পুলিস।
First Published: Friday, February 28, 2014, 22:00