রাজ্যজুড়ে চলছে ছাত্র ধর্মঘট, হাজিরা কম স্কুল-কলেজে

রাজ্যজুড়ে চলছে ছাত্র ধর্মঘট, হাজিরা কম স্কুল-কলেজে

মধ্যমগ্রামকাণ্ড এবং স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে আজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআইসহ চার বাম ছাত্র সংগঠন। যদিও টিএমসিপি জানিয়েছে, তারা এই ধর্মঘটের বিরোধিতা করবে। রাজ্যের বেশ কয়েকটি স্কুল কলেজে পরীক্ষা রয়েছে। কিছু কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া চলছে।

আজ সকাল থেকেই স্কুল-কলেজে সেভাবে ছাত্রছাত্রীদের দেখা মিলছে না। তবে বাস ধর্মঘট, নাকি ছাত্র ধর্মঘট কী কারণে উপস্থিতি কম সেটা পরিষ্কার নয়। বেশ কিছু স্কুলের বাইরে ধর্মঘটের সমর্থনে ও বিরোধিতায় নামা পার্টি কর্মীদের দেখা গেল। অবশ্য কোথাও এখনও বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি।

First Published: Monday, January 6, 2014, 11:54


comments powered by Disqus