Last Updated: April 28, 2013 16:59

অ্যাডভেঞ্চারের নেশা ছিল তাঁর রক্তে। টিকি দিয়ে গাড়ি, টয় ট্রেন টেনে নাম তুলেছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও। রাজস্থানে টিকিতে তার বেধে পেরিয়েছিলেন পাহাড়ের চুড়ো। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না।
দেখুন সেই মর্মান্তিক ভিডিওটিকিতে তার বেধে তিস্তা নদীর ওপর সেবক পাহাড় জয় করার লক্ষ্য অপূর্ণই রয়ে গেল শিলিগুড়ির অস্থায়ী পুলিসকর্মী শৈলেন রায়ের। মাঝপথে টিকি থেকে তারের হুইল খুলে যায়। ঝুলন্ত অবস্থায় পারাপারের চেষ্টা করেও বিফল হন শৈলেন রায়। শেষ পর্যন্ত হৃদযন্ত্র বিকল হয়ে তাঁর মৃত্যু হয়।
দেখুন সেই মর্মান্তিক ভিডিও
First Published: Sunday, April 28, 2013, 17:19