গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ব্রিটেনের সাহায্য চান সু কি

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ব্রিটেনের সাহায্য চান সু কি

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ব্রিটেনের সাহায্য চান সু কিদেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে এবার ব্রিটেনের সাহায্য চাইলেন মায়ানমারের বিরোধী নেত্রী আঙ সান সু কি। সামরিক জুন্টার নির্দেশে দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর প্রথমবার বিদেশ সফরে বৃহস্পতিবার বৃটিশ পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেন সুকি। মায়ানমার ন্যাশনাল লিগ ফর ডেমোক্যাসি`র নেত্রী বলেন, ব্রিটেন হল গণতন্ত্রের পীঠস্থান। তাই তিনি সেই দেশে এসে, নিজের দেশ মায়নামারকে পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের করার দাবি জানাচ্ছেন।

রাণী এলিজাবেথের পর বিশ্বের ইতিহাসে তিনিই দ্বিতীয় মহিলা, যিনি বৃটিশ সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন। ব্রিটেন সফরে এসে বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন নোবেল জয়ী সু কি। সেখানে তাঁকে সাম্মানিক ডিগ্রি প্রদান করা হয়। আগামী মাসেই লন্ডনে আসছেন মায়ানমারের প্রেসিডেন্ট। রাজনৈতিক মহলের অনুমান, তখনই সে দেশে গণতন্ত্র ফেরানোর ব্যাপারে চাপ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

First Published: Friday, June 22, 2012, 13:00


comments powered by Disqus