Last Updated: July 26, 2012 17:57

নির্বাচিত হওয়ার পর বুধবারই প্রথম মায়ানমারের পার্লামেন্টে ভাষণ দিলেন আং সাং সু কি। আর তাঁর প্রথম বক্তব্যেই উঠে এল সামরিক শাসনাধীন দেশের আইন শৃঙ্খলা ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা। তাঁর মতে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোর অধিক দারিদ্রতাই ওই অঞ্চলগুলোর অনুন্নয়নের কারণ। আর্থিক উন্নয়নই আসল, তাই আর্থিকভাবে উন্নত না হওয়া পর্যন্ত ওইসব অঞ্চলে শান্তি আসবে না বলে মনে করেন সু কি।সরকার জাতিগত সংখ্যালঘুদের প্রতি যে বৈষম্যের নীতি নিয়ে চলছে তার দ্রুত অবসান চান তিনি। শুধুমাত্র ভাষা ও সংস্কৃতি রক্ষার আইন করে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত হবে বলে মনে করেন না তিনি।
তবে গত মাসে মায়ানমারের রাখাইন রাজ্যে ঘটা সাম্প্রদায়িক দাঙ্গার কোন কথা উল্লেখ ছিল না ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি`র সভানেত্রীর ভাষণে। সংখ্যালঘু মুসলিম ও বৌদ্ধ জনজাতির মধ্যে ঘটা ওই দাঙ্গায় সরকারি হিসাবে ৭৮ জন নিহত হয়। প্রতিবেশী বাংলাদেশ-সহ কয়েকটি মুসলিম দেশেরপ অভিযোগ এখনও মায়ানমারের রাখাইন অঞ্চলে রোহিঙ্গা মুসলিমরা সরকারি দমন-পীড়নের স্বীকার। এই পরিস্থিতিতে নোবেল শান্তি পুরস্কারজয়ী বিরোধী নেত্রীর বক্তৃতায় দাঙ্গার বিষয়টি অনুল্লিখিত থাকায় প্রশ্ন উঠেছে কয়েকটি মানবাধিকার সংগঠনের তরফে।
First Published: Tuesday, July 31, 2012, 10:29