sub way

ঝাড়খণ্ড থেকে মায়ের চিকিৎসা করাতে এসে ক্রেডির্ট কার্ড চুরি গেল তরুণীর

Tag:  Jharkhand Kolkata
ঝাড়খণ্ড থেকে মায়ের চিকিৎসার জন্য কলকাতায় এসে ক্রেডিট কার্ড প্রতারণার শিকার হলেন এক তরুনী। মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তাঁর মা। গত বুধবার, হাসপাতালের কাছে একটি বহুজাতিক ফুড চেনে ক্রেডিট কার্ডের মাধ্যমে দাম মেটান সোনালি মাখানি নামে ওই তরুনী। কার্ডটি দোকানেই ফেলে আসেন বলে দাবি করেছেন তিনি।

শনিবার, সোনালি মাখানি জানতে পারেন তাঁর কার্ড ব্যবহার করে প্রায় ৩৯ হাজার টাকার জিনিস কেনা হয়েছে। পূর্ব যাদবপুর থানায় অভিযোগ করা হলে পুলিস তিনজনকে গ্রেফতার করে। তিনজনই ওই বহুজাতিক সংস্থার ফুড চেনের কর্মী। রানা ঘোষ ও রমাপ্রসাদ মণ্ডল নামে দুই অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তৃতীয় অভিযুক্ত সুজন দেবনাথকে আজ আলিপুর আদালতে তোলা হয়।

First Published: Sunday, March 23, 2014, 20:17


comments powered by Disqus