গ্রান্ড ক্যানিয়নের থেকেও গভীর গিরিখাতের সন্ধান মিলল অ্যান্টার্কটিকায়

গ্রান্ড ক্যানিয়নের থেকেও গভীর গিরিখাতের সন্ধান মিলল অ্যান্টার্কটিকায়

গ্রান্ড ক্যানিয়নের থেকেও গভীর গিরিখাতের সন্ধান মিলল অ্যান্টার্কটিকায়অ্যান্টার্কটিকায় গ্রান্ড ক্যানিয়নের থেকেও গভীর গিরিখাতের সন্ধান পেলেন একদল ব্রিটিশ বিজ্ঞানী। অ্যান্টার্কটিকার পশ্চিমে এলসওয়ার্থ হিমবাহ উচ্চভূমি খুঁজতে গিয়ে এই গিরিখাতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের নিউক্যাসল ইউনিভার্সিটি, ব্রিস্টল ইউনিভার্সিটির গ্লেসিওলজি সেন্টার, ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে ও এডিনবরা, এক্সেটর, ইয়র্ক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা নিযুক্ত হয়েছিলেন সন্ধানকার্যে।

নতুন এই গিরিখাতের ৩ কিলোমিটার গভীর, ৩০০ কিলোমিটারের বেশি লম্বা ও ২৫ কিলোমিটার চওড়া। কোথাও কোথাও এর তলদেশ সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ মিটারেরও নিচে। নিউক্যাসল ইউনিভার্সিটির নীল রস জানান, আমার কাছে এই আবিষ্কার প্রমাণ করেছে পৃথিবী সম্পর্কে আমরা কত কম জানি। এখনও অনেক নতুন নতুন জায়গার সন্ধান পাওয়া বাকি আমাদের।

আমেরিকা বুলেটিনের জিওলজিক্যাল সোসাইটিতে প্রকাশিত হয় এই খবর।

First Published: Wednesday, January 15, 2014, 22:50


comments powered by Disqus