Last Updated: March 6, 2014 23:58

আগামী ছবি কাঞ্চি-র ট্রেলর লঞ্চ করলেন সুভাষ ঘাই। তাঁর মতে এই ছবির গল্পো চমকে দেবে দর্শকদের। সুভাষ বলেন, আমি সবসময় সিনেমার মধ্যে থাকি। কাঞ্চি একটা বিশেষ ছবি। বলা যেতে পারে একেবারে সুভাষ ঘাই ধরনের ছবি।
ছবিতে রয়েছেন সুভাষের আবিষ্কার নবাগতা মিষ্টি। সুভাষ বলেন, আমি সাড়ে তিনশোরও বেশি নতুন মুখের অডিশন নিয়েছি। যখন আশা ছেড়ে দিয়েছিলাম, তখনই মিষ্টিকে পেয়েছি। ছবিতে রয়েছেন ঋষি কপূর, মিঠুন চক্রবর্তী, কার্তিক আরিয়ান, চন্দন রায় সান্যাল, রিষভ সিনহা।
আগামী ২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে কাঞ্চি।
First Published: Thursday, March 6, 2014, 23:58