পণবন্দিদের মুক্তির শর্ত, শুভশ্রীর জামিন মঞ্জুর

পণবন্দিদের মুক্তির শর্ত, শুভশ্রীর জামিন মঞ্জুর

পণবন্দিদের মুক্তির শর্ত, শুভশ্রীর জামিন মঞ্জুরমাওবাদীদের দাবি মেনে মাওবাদী নেত্রী শুভশ্রী পাণ্ডাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। মঙ্গলবার আদালতে শুভশ্রী পাণ্ডার জামিনের আর্জির বিরোধিতা করেনি সরকারপক্ষ। আদালত জামিন মঞ্জুর করেছে শুভশ্রী পাণ্ডার।

জামিন পাওয়ার পর সরকারকে কার্যত চ্যালেঞ্জ করে শুভশ্রী বলেন, ``সরকার আমাকে আটকে রাখতে পারল না। আদালত আমায় মুক্তি দিয়েছে। এটা আমাদের বড় জয়।`` শুভশ্রী ওড়িশার মাওবাদী নেতা সব্যসাচী পাণ্ডার স্ত্রী শুভশ্রী।

ইতালির এক নাগরিক এবং বিজেডির এক বিধায়ক এখনও মাওবাদীদের হাতে পণবন্দি। তাঁদের মুক্ত করার জন্যই ওড়িশা সরকারের এই উদ্যোগ। তবে সরকার উদ্যোগ নিলেও এই নিয়ে এখনও মুখ খোলেনি মাওবাদীরা। ফলে ২ পণবন্দির মুক্তি নিয়ে জটিলতা কাটেনি। 

First Published: Tuesday, April 10, 2012, 20:07


comments powered by Disqus