Last Updated: July 9, 2013 22:55

নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে লক্ষ্য করে শাসকদলের হুমকি অব্যাহত। মুখ্যমন্ত্রীর দেখানো পথেই এবার তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। দাঁতনে নির্বাচনী সভায় শুভেন্দু অধিকারী বললেন, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগেও জড়ালেন শুভেন্দু অধিকারী। প্রথম দফার ভোট প্রচারের সময় সীমা শেষ হওয়ার পরেও খড়পুরে নির্বাচনী সভা করলেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেছে বামফ্রন্ট।
সিপিআইএমকে পিষে মারার হুমকি এরআগে বহুবার শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর গলায়। এবার সেই তালিকায় যুক্ত হল নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেও। যদিও শুভেন্দু অদিকারীর দাবি তিনি কমিশনের উদ্দেশে একথা বলেননি। শুধু এখানেই শেষ নয়। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও খড়গপুর গ্রামীন ধারিন্দা প্রাইমারি স্কুলের সামনে সভা করেন শুভেন্দু অধিকারী। সভা চলে সোয়া ৬টা পর্যন্ত। কমিশনের পর্যবেক্ষকরা ছবি তুলতে গেলে বাধার মুখে পড়তে হয় তাদের। তৃণমূলের নেতাদের এই আচরণের তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য।
প্রশ্ন উঠেছে কেন বারবার কমিশনকে আক্রমণের নিশানায় আনছে রাজ্যের শাসকদল? রাজনৈতিক মহলের মতে মুসলিমদের এক অংশের বিশ্বাস রমজান মাসে ভোট হওয়ার কারণ রাজ্য সরকারই। সেকারণেই কমিশনকে আক্রমণ করে নিজেদের দায় এখন ঘাড় থেকে ঝেড়ে ফেলতে মরিয়া তৃণমূল কংগ্রেস।
First Published: Tuesday, July 9, 2013, 22:55