হাওড়ায় সাংসদ প্রসূনের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী সুব্রত ভট্টাচার্য! বাগানের দুই ঘরের ছেলের লড়াই নিয়

হাওড়ায় সাংসদ প্রসূনের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী সুব্রত ভট্টাচার্য!

হাওড়ায় সাংসদ প্রসূনের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী সুব্রত ভট্টাচার্য!হাওড়ায় এবার মোহনবাগানের ঘরের দুই ছেলের লড়াই। বড়সড় চমক দিয়ে হাওড়া লোকসভা কেন্দ্রে সুব্রত ভট্টাচার্যকে সম্ভবত প্রার্থী করছে কংগ্রেস। হাওড়া উপনির্বাচনে প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করে বাজিমাত করেছিল তৃণমূল। বিপুল ভোটে জয় পান প্রসূন ব্যানার্জি।

এবারও প্রসূন ব্যানার্জিকে তৃণমূল প্রার্থী করলে, হাওড়ায় লড়াই হবে মোহনবাগানের ঘরের দুই ছেলের মধ্যে। হাওড়া জেলায় আরও একটি চমক দিতে চলেছে কংগ্রেস। উলুবেড়িয়া আসনে কংগ্রেস প্রার্থী হতে পারেন ফুরফুরা শরিফের ত্বহা সিদ্দিকি। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক ত্বহা সিদ্দিকে প্রার্থী করে চমক দিতে চায় কংগ্রেস। যদিও ত্বহা সিদ্দিকি একথা অস্বীকার করেছেন।

First Published: Thursday, March 6, 2014, 10:13


comments powered by Disqus