Last Updated: July 10, 2013 14:14

হাইকোর্টের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখালেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি। আজ হাইকোর্ট রাজ্য সরকারকে বাইক বাহিনী বন্ধের কড়া নির্দেশ দিলেও কার্যত তা মানার কথাই বললেন পঞ্চায়েত মন্ত্রী।
এদিন সাংবাদিকদের সামনে পঞ্চায়েত মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা থাকবে, বাইকও থাকবে। পঞ্চায়েত ভোটে বাইক বাহিনীর সব দলই বাইক নিয়ে ঘুরছে। বললেন এভাবেই ভোট কেটে যাবে।
First Published: Wednesday, July 10, 2013, 14:14