আদালতে ফের ধাক্কা খেয়ে আপোসের সুর সুব্রতর গলায়

আদালতে ফের ধাক্কা খেয়ে আপোসের সুর সুব্রতর গলায়

আদালতে ফের ধাক্কা খেয়ে আপোসের সুর সুব্রতর গলায়পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশনই শেষ কথা বলবে কলকাতা হাইকোর্ট এমন কথা জানানোর পরই পিছু হটলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কমিশনের সঙ্গে রাজ্যের কোনও সংঘাত নেই। ঠিক সময়ই পঞ্চায়েত ভোট হবে এবং বাহিনী নিয়েও কোনও সমস্যা হবে না। অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে বৈঠকের পর আজ একথা বলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তাঁর রায়ে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সব কিছুতেই এক্তিয়ারের প্রশ্নে কমিশনকে এগিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে বিচারপতি সমাদ্দারের রায়ই কার্যত মেনে নেওয়া হয়েছে। সংবিধানের ২৪৩ কে ধারার উল্লেখ করে এ দিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পঞ্চায়েত ভোট পরিচালনার ক্ষেত্রে শেষ কথা বলবে রাজ্য নির্বাচন কমিশনই।

First Published: Friday, June 14, 2013, 10:58


comments powered by Disqus