Last Updated: May 3, 2012 10:40

এবার কেন্দ্রের কাছে মজুরি বৃদ্ধির দাবি জানালেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে ১০০ দিনের কাজে গতি আনতেই কেন্দ্রের কাছে এই আর্জি জানান তিনি। পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য, মজুরি কম হওয়ায় ১০০ দিনের কাজে আগ্রহ দেখাচ্ছেন না গ্রামের মানুষ।
সরকারি তথ্যে দেখা যাচ্ছে, জব কার্ড থাকা সত্ত্বেও ৬০ শতাংশ মানুষ ১০০ দিনের কাজ করতে রাজি হচ্ছেন না। ফলে সমস্যা দেখা দিয়েছে কাজের গতি নিয়ে। সমস্যার সমাধানে ১০০ দিনের কাজের মজুরি শ্রমিকদের ন্যূনতম মজুরির সমান করার দাবি জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়।
First Published: Thursday, May 3, 2012, 10:50