অনন্য নজির সুব্রত পালের, প্রথম ভারতীয় হিসাবে ইউরোপে প্রথম ডিভিসনে অভিষেকের পথে জাতীয় দলের এই গোলকিপা

অনন্য নজির সুব্রত পালের, প্রথম ভারতীয় হিসাবে ইউরোপে প্রথম ডিভিসনে অভিষেকের পথে জাতীয় দলের এই গোলকিপার


অনন্য সুযোগ পাচ্ছেন সুব্রত পাল। প্রথম ভারতীয় হিসাবে ইউরোপের কোনও লিগের প্রথম ডিভিসনে খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের এই গোলকিপার। ডেনমার্কের এফ সি ভেস্টজাল্যান্ডে খেলতে ডিসেম্বরেই যাচ্ছেন সুব্রত।

প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে ইউরোপের কোনও লিগের প্রথম ডিভিসনে খেলতে চলেছেন গোলকিপার সুব্রত পাল। ছয় মাসের জন্য ড্যানিশ লিগে খেলার জন্য প্রস্তাব দিয়েছে ডেনমার্কের প্রথম সারির ক্লাব এফ সি ভেস্টজাল্যান্ড। আপাতত শিলংয়ের আই লিগ ক্লাব র‍্যাঙডাডেজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাঙালি এই গোলকিপার।ডিসেম্বরের শেষেই ডেনমার্ক উড়ে যাওয়ার কথা সুব্রতর। অক্টোবর মাসে তিন সপ্তাহের জন্য ডেনমার্কের এই ক্লাবটিতে ট্রায়াল দিতে গেছিলেন তিনি।সেখানেই সুব্রতকে দেখে পছন্দ হয় ডেনমার্ক ক্লাবটির কোচ আর গোলকিপার কোচের। ইউরোপে খেলার সুযোগ পেয়ে আপ্লুত বাঙালি এই গোলকিপার।

First Published: Tuesday, November 19, 2013, 11:00


comments powered by Disqus