Subrata Roy spends night in state forest dept guest house, gets home cooked food

সরকারি বনবাংলোয় হেফাজতের প্রথম রাত কাটল সুব্রতর, খাবারও এল বাড়ি থেকে

গতকালই সাহারা কর্তা সুব্রত রায়কে ৪ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে লখনউ আদালত। হাজতবাসের প্রথম রাতটা আর পাঁচটা আসামীর মতো কিন্তু কাটল না সুব্রত রায়ের। রাতে উত্তর প্রদেশ সরকারের বন দফতরের গেস্ট হাউসে রাখা হয় তাঁকে। কুকরেলের গেস্ট হাউসে বাড়ি থেকে আসা খাবারেই ডিনার সারলেন ধৃত সারদা কর্ণধার।

শুক্রবার লাকনউ পুলিসের কাছে আত্মসমর্পন করেন সুব্রত রায়। সন্ধেয় সিজেএম আদালতে পেশ করে পুলিস। ৪ মার্চ পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আদালতে পেশ করার আগে নিজের বাড়িতেই সুব্রত বাবুকে থাকতে অনুমতি দেয় পুলিস। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রের উত্তর প্রদেশ পুলিসকে নির্দেশ দেয় সাহারা প্রধানকে হেফাজতে নিতে। তারপরই তাঁকে গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়।


First Published: Saturday, March 1, 2014, 16:22


comments powered by Disqus