Last Updated: February 27, 2014 20:03

সাহারা কর্ণধার সুব্রত রায়কে গ্রেফতার করতে তাঁর বাড়ি গিয়েও খালি হাতেই ফিরতে হল পুলিসকে। গ্রেফতারের জন্য দীর্ঘক্ষণ বাড়ির বাইরে অপেক্ষায় ছিল লখনউ পুলিস। কিন্তু সাহারা কর্ণধার বাড়িতে নেই বলে জানায় পুলিস। তবে তাঁর সন্ধানে তল্লাসি চলবে বলেই লখনউ পুলিসের তরফে জানান হয়েছে। গ্রেফতারি এড়াতে আজ সুপ্রিম কোর্টে আপিল করেন সাহারা কর্ণধার।
গতকালই সুব্রত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সুপ্রিম কোর্ট। লগ্নিকারীদের কুড়ি হাজার কোটি টাকা ফেরত দেওয়ার জন্য সুব্রত রায়ের দুটি কোম্পানিকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই সূত্রেই বুধবার সুপ্রিম কোর্টে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। বিচারপতি কে এস রাধাকৃষ্ণন এবং বিচারপতি জে এস খেহরের বেঞ্চ জানিয়ে দেয়, আদালতে উপস্থিত না থাকায় সাহারা কর্ণধারের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারি এড়াতে সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন সুব্রত রায়।
First Published: Thursday, February 27, 2014, 20:03