Last Updated: April 6, 2013 15:57

আজ ছয়ই এপ্রিল। মহানায়িকা সুচিত্রা সেনের ৮৩ তম জন্মদিন। একত্রিশ বছরের অভিনয় জীবনে ৬০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। যার মধ্যে অনন্য হয়ে রয়েছে মহানায়ক উত্তমকুমারের সঙ্গে অভিনীত তাঁর ছবিগুলি।
সাড়ে চুয়াত্তর, ওধারে, গৃহপ্রবেশ, এছাড়াও জীবনতৃষ্ণা, দীপ জ্বেলে যাই, উত্তর ফাল্গুনী, মমতার মত ছবিতেও অসাধারণ অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন মহানায়িকা। আজ দীর্ঘদিন তিনি অন্তরালে। তবুও তাঁকে নিয়ে কৌতুহলে আজও বিন্দুমাত্র ভাটা পড়েনি।
First Published: Saturday, April 6, 2013, 15:57