রাতে ভাল ঘুম হল মহানায়িকার, তবে মাস্ক খুললেই শুরু হচ্ছে শ্বাসকষ্ট

রাতে ভাল ঘুম হল মহানায়িকার, তবে মাস্ক খুললেই শুরু হচ্ছে শ্বাসকষ্ট

রাতে ভাল ঘুম হল মহানায়িকার, তবে মাস্ক খুললেই শুরু হচ্ছে শ্বাসকষ্টসুচিত্রা সেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। রাতে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল তাঁকে। নার্সিংহোম সূত্রে খবর, গতরাতে ভাল ঘুমিয়েছেন তিনি। কিন্তু, তাঁর অক্সিজেন বন্ধ করা যাচ্ছে না। অক্সিজেন মাস্ক খুললেই শুরু হচ্ছে শ্বাসকষ্ট। রাইলস টিউবের মাধ্যমেই তাঁকে খাওয়ানো হচ্ছে। তবে জল নিজে হাতেই খেয়েছেন তিনি। তাঁর হোমোজিনিয়াস ডায়েট বেঁধে দিয়েছেন নিউট্রিশনিষ্ট।

সুচিত্রা সেনের খাবারে পুষ্টির মাত্রা বাড়ানো হয়েছে। এন্ডোট্র্যাকিয়াল টিউব খুলে দেওয়ার পর, মহানায়িকার বুকের কফ বের করাই এখন চিকিত্সকদের মূল চিন্তার বিষয়। শরীর দুর্বল হওয়ায় দীর্ঘক্ষণ ফিজিওথেরাপি নিতে পারছেন না তিনি। মহানায়িকার সঙ্গে রাতভর হাসপাতালে ছিলেন তাঁর মেয়ে মুনমুন সেন।

First Published: Tuesday, January 14, 2014, 09:52


comments powered by Disqus