স্থিতিশীল হলেও এখনও সঙ্কট মুক্ত নন সুচিত্রা সেন

স্থিতিশীল হলেও এখনও সঙ্কট মুক্ত নন সুচিত্রা সেন

স্থিতিশীল হলেও এখনও সঙ্কট মুক্ত নন সুচিত্রা সেনসঙ্কট জনক হলেও কিছুটা স্থিতিশীল সুচিত্রা সেন। তাঁর হৃদস্পন্দন ওঠানামা করছে। খোলা হয়েছে এন্ডোট্র্যাকিয়াল টিউব।

আজ সকালে গভীর সঙ্কটে চলে যান মহানায়িকা। গতকাল গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। ইশারায় বুকে ব্যথার কথা জানান সুচিত্রা সেন। মহানায়িকার শ্বাসকষ্ট হচ্ছে অনুমান করে ছুটে আসেন চিকিত্সকেরা। এন্ডোট্র্যাকিয়াল টিউবের সাহায্যে অক্সিজেন চলছে তাঁর। তা সত্বেও কেন তাঁর শ্বাসকষ্ট, তা নিয়ে উদ্বিগ্ন চিকিত্সকেরা। রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা কত, তা দেখতে আজ সুচিত্রা সেনের ব্লাড গ্যাস পরীক্ষা করা হয়। এরপরই এন্ডোট্র্যাকিয়াল টিউব খোলার বিষয়ে সিদ্ধান্ত নেন চিকিত্সকেরা।

গতকাল মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও সঙ্কট এখনও কাটেনি বলে জানিয়েছিলেন ডাক্তাররা। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা তুলনায় ভাল ছিল। হূদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক ছিল। বুকের এক্স-রে ফল ভাল। মহানায়িকার জ্ঞান হয়েছিল। হাত নেড়ে কথাও বলেন তিনি।

First Published: Monday, January 13, 2014, 13:47


comments powered by Disqus