Last Updated: January 16, 2014 18:56

আজ বিকেলেই আইটিইউ থেকে কেবিনে স্থানান্তিরত করা হতে পারে সুচিত্রা সেনকে। মহানায়িকার শারীরির পরিস্থিতির অবনতি না হলে শনিবারই তাঁকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন চিকিত্সকরা। চিকিত্সকদের কাছে বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশও করেছেন সুচিত্রা সেন। ইতিমধ্যেই মহানায়িকার মিউজিক থেরাপির ব্যবস্থা করা হয়েছে। বুধবার তাঁর বাড়ি থেকে মিউজিক সিস্টেম হাসপাতালে পৌছে দেন মুনমুন সেন।
যতক্ষণ তিনি জেগে থাকছেন ততক্ষণ তাঁকে শোনানো হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রার্থনা সঙ্গীত। ওই প্রার্থনা সঙ্গীতটি সুচিত্রা সেনের অত্যন্ত প্রিয় । এই মুহূর্তে স্থিতিশীল হলেও সঙ্কটমুক্ত নন সুচিত্রা সেন। গতকাল গভীর রাতে বুকে ব্যথা অনুভব করেন মহানায়িকা।
সকালের দিকে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক হয়। হাসপাতালের নার্সদের সাহায্যে উঠে বসেন তিনি। চামচে করে চা, জল খাওয়ানো হয় তাঁকে। তবে একটানা ২৪ দিন হাসপাতালে থেকে বিরক্ত মহানায়িকা। বারবার রক্ত নেওয়া, ফিজিওথেরাপি ইত্যাদি বিভিন্ন প্রকার চিকিত্সা পদ্ধতিতে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
First Published: Thursday, January 16, 2014, 18:56