Last Updated: January 16, 2014 10:51

স্থিতিশীল রয়েছেন সুচিত্রা সেন। তবে একটানা ২৪ দিন হাসপাতালে থেকে বিরক্ত মহানায়িকা। বারবার রক্ত নেওয়া, ফিজিওথেরাপি ইত্যাদি বিভিন্ন প্রকার চিকিত্সা পদ্ধতিতে রীতিমতো বিরক্ত তিনি। ঘনিষ্ট চিকিত্সক মহলে বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশও করেছেন সুচিত্রা সেন। মহানায়িকার অবসাদ কাটাতে তাই মিউজিক থেরাপির ব্যবস্থা করেছেন চিকিত্সকেরা। বুধবার তাঁর বাড়ি থেকে মিউজিক সিস্টেম হাসপাতালে পৌঁছে দেন মুনমুন সেন।
যতক্ষণ তিনি জেগে থাকছেন ততক্ষণ তাঁকে শোনানো হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রার্থনা সঙ্গীত। এই প্রার্থনা সঙ্গীতটি সুচিত্রা সেনের অত্যন্ত প্রিয়। সেই কারণে এই সঙ্গীতই শোনানো হচ্ছে তাঁকে। মেজাজ বুঝেই এই হাইপ্রোফাইল রোগীর চিকিত্সা করা হবে বলে জানিয়েছেন চিকিত্সকেরা। গত ২৩ ডিসেম্বর বেলভিউতে ভর্তি হন মহানায়িকা।
First Published: Thursday, January 16, 2014, 12:05