এসইউসিআইয়ের নিরব ভোট প্রচার

এসইউসিআইয়ের নিরব ভোট প্রচার

ভোট নিয়ে আলোচনা,বিতর্কে চায়ের কাপে তুফান উঠেছে। ভোটবিতর্কে সরগরম অলিগলি, চায়ের দোকান, পাড়ার আড্ডা। প্রার্থীদের নানা রঙের প্রচারে জমছে ভোটের তরজা। এর মধ্যেই অন্য ধরনের প্রচার দেখল জয়নগর। জয়নগরের বাসন্তীতে এসইউসিআই প্রার্থী তরুণ মণ্ডলের ভোটপ্রচার চলল নিঃশব্দে। একদল মূকাভিনয় শিল্পী প্রচার করছেন। মানুষও ভিড় জমাচ্ছেন এই নিঃশব্দ প্রচার দেখতে।

অভিনয়। তবে নির্বাক। তারমধ্যে দিয়েই চলছে প্রার্থীর প্রচার। নির্বাক শিল্পীরা পথে নেমেছেন গাঁগঞ্জে, হাটে বাজারে। জয়নগর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী তরুণ মণ্ডল। সাংসদ হিসাবে এলাকার উন্নয়নে প্রার্থীর ভূমিকাই উঠে আসছে শিল্পীদের অভিনয়ে। সোমবার থেকেই বাসন্তী এলাকায় প্রচার শুরু করেছেন নির্বাক শিল্পীরা।

প্রার্থী নিজে প্রচারে হাজির না থাকলেও তিনি কিন্তু রয়েছেন প্রচারে। তার চরিত্রে অভিনয় করছেন দলেরই এক শিল্পী। মুকাভিনয় দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামের মানুষও।

First Published: Tuesday, April 1, 2014, 19:28


comments powered by Disqus